বুধবার | ১০ ডিসেম্বর | ২০২৫

গাজ্জায় ৭শ’ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে দখলদার ইসরাইল

ফিলিস্তিনের বিধ্বস্ত গাজ্জায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা শত শতবার লঙ্ঘন করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র দখলদার ইসরাইল- এমনটা জানিয়ে ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে ফিলিস্তনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

তারা জানায়, যুদ্ধবিরতিতে রাজি হয়েও সেই অঙ্গীকার ভঙ্গের ধারা চলতে থাকলে শান্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপে এগোনো সম্ভব নয়। আর এ পরিস্থিতিতে মধ্যস্থতাকারীদের ভূমিকা আরও জোরদার করা জরুরি। খবর আল-জাজিরা

সংবাদমাধ্যমটি বলছে, ইসরাইল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন চালিয়ে গেলে সমঝোতার পরবর্তী ধাপে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে হামাস। গাজ্জা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এ পর্যন্ত কমপক্ষে ৭৩৮ বার লঙ্ঘন করা হয়েছে। এই পরিস্থিতিতে ইসরাইলকে তার অঙ্গীকার সম্পূর্ণভাবে বাস্তবায়নে চাপ দেয়ার জন্য হামাসের কর্মকর্তা হুসাম বদরান আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘ইসরাইল চুক্তিভঙ্গ ও দায়িত্ব এড়িয়ে যাওয়া বন্ধ না করলে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ শুরু হতে পারে না। হামাস মধ্যস্থতাকারীদের বলেছে, প্রথম ধাপের বাস্তবায়ন সম্পন্ন করতে ইসরাইলের ওপর চাপ বাড়াতে হবে।’

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img