রবিবার | ২১ ডিসেম্বর | ২০২৫
spot_img

অশ্রুজলে শায়িত হাদি; ন্যায়বিচার দাবিতে উত্তাল শাহবাগ

লাখো মানুষের অশ্রুজলে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে দাফন করা হয়। তবে শোকের আবহের মাঝেও ন্যায়বিচার আর প্রতিবাদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এলাকা।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে হাদিকে দাফনের পর এমন দৃশ্য দেখা যায়।

হাদির জানাজায় অংশ নিতে এদিন সকাল থেকেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জড়ো হতে থাকেন রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। দুপুরের আগেই লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরো এলাকা।

এদিকে, নিরাপত্তা রক্ষায় শাহবাগ ও আশপাশের এলাকায় তৎপর রয়েছেন বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে শান্তিপূর্ণভাবে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক শহীদ ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img