রবিবার | ২১ ডিসেম্বর | ২০২৫
spot_img

নির্বাচন বানচাল করতেই হাদি হত্যাকাণ্ড: রুমিন ফারহানা

নির্বাচন বানচাল করতেই শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে- এমন দাবি করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

ওসমান হাদির জানাজার কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকায় তার (ওসমান হাদি) জানাজায় মানুষের ঢল নেমেছিল। ওসমান হাদির পর কার নাম আসবে, আমি জানি না। নির্বাচন বানচাল করতে পতিত স্বৈরাচারের দোসররা যেমন চেষ্টা করছে, তেমনি দেশের ভেতরেও ষড়যন্ত্র থেমে নেই।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুল্লা আবর আলী বাজার খেলার মাঠে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়া–এর সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের নির্বাচন নিয়ে রুমিন বলেন, আমি জানি না বাপের মতো বেটিরও কপাল আছে কি না, বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র। সময়ই এর উত্তর দেবে।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img