রবিবার | ২১ ডিসেম্বর | ২০২৫
spot_img

ধর্মকে পুঁজি করে সন্ত্রাস হচ্ছে; দাবি ছাত্রদল সভাপতির

ধর্মকে পুঁজি করে সন্ত্রাস হচ্ছে বলে দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ধর্মকে পুঁজি করে যারা দেশে মবসন্ত্রাস উসকে দিচ্ছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কঠোর অবস্থান নেবে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে দেশব্যাপী মবসন্ত্রাসের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রাকিব বলেন, ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় একটি নির্দিষ্ট গোষ্ঠী ধর্মকে পুঁজি করে এবং ‘বট বাহিনী’ তৈরি করে নিয়মিত মবসন্ত্রাসের ইন্ধন দিয়ে যাচ্ছে। তাদের প্ররোচনায় দেশের বাইরে বসে অনলাইনে ঘৃণা ছড়ানো হচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং ছাত্রদলও গণতান্ত্রিক মানসিকতা ধারণ করে। তাই আমরা কখনো নিজের হাতে মব কালচার প্রতিহত করিনি। কারণ আমরা যদি তাদের মতো আচরণ করতাম, তাহলে অনেক ক্যাম্পাসেই কেউ থাকতে পারত না। ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েই আমরা পরিস্থিতি মোকাবিলা করেছি।

ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে ছাত্রদল সভাপতি বলেন, ধর্মকে কেন্দ্র করে কে ভালো মুসলিম আর কে নয়- এই বিভাজন সৃষ্টি করা হচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব ও সামাজিক সম্প্রীতির জন্য ভয়ংকর। এই মুহূর্তে এ ধরনের রাজনীতি বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ।

শহীদ ওসমান হাদির কবর নিয়ে ছাত্রদলের বিরুদ্ধে ছড়ানো গুজবের নিন্দা জানিয়ে রাকিব বলেন, এসব অপপ্রচারের সঙ্গে জড়িতদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে হাদি হত্যাকাণ্ডসহ সব মবসন্ত্রাসের ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img