রবিবার | ২১ ডিসেম্বর | ২০২৫
spot_img

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কর্তৃপক্ষ।

এতে বলা হয়, সম্প্রতি সহকারী হাইকমিশনে ঘটে যাওয়া নিরাপত্তাসংক্রান্ত ঘটনার কারণে চট্টগ্রাম ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে ভিসা সেন্টার খোলার বিষয়টি জানানো হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষুদ্ধ জনতার জমায়েত হয়। তখন বিক্ষোভকারীরা আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নানা স্লোগান দেন। পরে খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেন।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img