সোমবার | ২২ ডিসেম্বর | ২০২৫
spot_img

হত্যাকারী কোথায় আছে জানি না, জানলে তো ধরেই ফেলতাম: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা ও জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বর্তমান অবস্থান জানা নেই- এমনটা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যদি এখন তাদের অবস্থান জানতাম, তাহলে ধরে ফেলতাম।

সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি এখন তাদের অবস্থান জানতাম, ধরে ফেলতাম। তারা দেশেও থাকতে পারে, বাইরে থেকেও থাকতে পারে। তবে সঠিক স্থান জানা থাকলে আইনশৃঙ্খলা বাহিনী তা অবিলম্বে ধরত।”

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে যে ফয়সালকে চিহ্নিত করা হয়েছে, তার খোঁজে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img