সোমবার | ২২ ডিসেম্বর | ২০২৫
spot_img

শহীদ ওসমান হাদির বোন পাচ্ছেন গানম্যান ও লাইসেন্স

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা ও জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ শহীদ ওসমান হাদির পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে হাদির এক বোনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও একজন গানম্যান দেওয়া হবে। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের জন্যও সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা, সমন্বয়ক, রাজনৈতিক নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে এবং কারও কারও ক্ষেত্রে অস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাদের নিরাপত্তা ঝুঁকি বেশি, তাদের অগ্রাধিকার দিয়ে নিরাপত্তা দেওয়া হচ্ছে। তবে পুলিশ বাহিনীর জনবল সীমিত হওয়ায় সবাইকে গানম্যান দেওয়া সম্ভব নয়। বিশেষ করে শিক্ষার্থী ও গণপরিবহন ব্যবহারকারীদের ক্ষেত্রে বিকল্প নিরাপত্তা ব্যবস্থার কথা ভাবা হচ্ছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ঝুঁকি বিশ্লেষণ করে কোথাও গানম্যান, কোথাও নজরদারি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। যাদের ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের আবেদন রয়েছে, সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।

সরকারি সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে জুলাই যোদ্ধা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত বেশ কয়েকজন নেতা হুমকির মুখে রয়েছেন। ওসমান হাদির হত্যাকাণ্ডের পর এ বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img