বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

ককটেল বিস্ফোরণের ঘটনায় আলামত সংগ্রহে ঘটনাস্থলে এসেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

রাজধানীর মগবাজারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সিয়াম (২১) নামের এক যুবক নিহত। এ ঘটনায় আলামত সংগ্রহে ঘটনাস্থলে এসেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ঘটনার পর খবর পেয়ে ককটেলের আলামত সংগ্রহ শুরু করে।

তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, ঘটনাটি ঘটার পর আমাদের সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসেছে। তারা আলামত সংগ্রহ করছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন। এই ঘটনাটি কারা ঘটিয়েছে ইতোমধ্যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কার্যক্রম শুরু করেছে।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img