মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

পর্তুগালে পিবিসিসিআইয়ের ২১ সদস্যের কমিটি গঠন

পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিবিসিসিআই) ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আবদুল আহাদ সালমান এবং সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম শফিক। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রাজীব হোসাইন। এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

পিবিসিসিআ’র নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন- অ্যাসেম্বলিয়া কমিটির প্রেসিডেন্ট-জোসে রুই দা কোস্টা কারভালহো, সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সহসভাপতি শফিকুল আলম, সুফার ভাইজার কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ মহিবুল্লাহ হেলাল, সহসভাপতি এমডি মাহবুব আলম, সিক্রেটারি মারিয়া ইনেস সান্তানা দো রোজারিও কারভালহো আকোনুয়ালহা।

এছাড়া, আইন বিষয় সম্পাদক অ্যাডভোকেট আবুল ফজল, বাংলাদেশ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ শফিউল আযম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আন্দ্রে সন কোস্তা, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম সজল, পর্তুগাল বিষয় সম্পাদক ড. মারিয়া এডুয়ার্দা মিরান্ডা পানিয়াগ, বাণিজ্য বিষয়য় সম্পাদক মুহাম্মাদ জামাল উদ্দিন, মিডিয়া সম্পাদক নজরুল ইসলাম।

সোমবার (২২ ডিসেম্বর) লিসবনে অবস্থিত পিবিসিসিআই মিলনায়তনে কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আলফালিস একাডেমির পর্তুগিজ ভাষা শিক্ষা কোর্সের এ-১ ও এ-২ স্তর সম্পন্নকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন- পিবিসিসিআই’র জেনারেল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট জোসে রুই দা কস্তা কারভালহো, জেনারেল অ্যাসেম্বলি সেক্রেটারি-১ মি. শফিকুল আলম, সেক্রেটারি-২ মি. মুহাম্মাদ উল্লাহ, প্রেসিডেন্ট সুপারভাইজার মি. মুহিব্বুল্লাহ হেলাল, সেক্রেটারি সুপারভাইজার মারিয়া ইনেস সান্তানা দো রোজারিও কারভালহো।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন- সাহেদুজ্জামান মোল্লা, মো. জামাল উদ্দিন, নাসির উদ্দীন, জাহাঙ্গীর আলম, সানি রাহমান সুমন, শাহাদাত হোসেন প্রমুখ।

নবনির্বাচিত প্রেসিডেন্ট আবদুল আহাদ সালমান বলেন, পিবিসিসিআই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। নতুন কমিটির মূল লক্ষ্য হবে এই সংগঠনকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও গতিশীল করা।

তিনি বলেন, পর্তুগাল ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের যে বিপুল সম্ভাবনা রয়েছে, তা বাস্তবায়নে পিবিসিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা প্রবাসী উদ্যোক্তাদের জন্য সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে চাই।

সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম শফিক বলেন, পর্তুগাল ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে হলে ভাষা শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই।

তিনি আরও বলেন, পর্তুগালে সফলভাবে ব্যবসা পরিচালনার জন্য ভাষা দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে কারণে পিবিসিসিআই ভাষা শিক্ষা, প্রশিক্ষণ কর্মসূচি ও স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেবে। ভবিষ্যতে নিয়মিত ব্যবসায়িক সেমিনার, কর্মশালা, বিনিয়োগ ফোরাম এবং নেটওয়ার্কিং প্রোগ্রামের মাধ্যমে উদ্যোক্তাদের মধ্যে সংযোগ তৈরি করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ