চীনের গুয়াংজু মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন মাওলানা এনামুল হাসান ফারুকী জানিয়েছেন, অর্থ সংকটের কারণে প্রায় এক মাস ধরে থেরাপির জন্য অপেক্ষা করলেও চিকিৎসা কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। থেরাপির মাধ্যমে কিছুটা কন্ট্রোলে আনার পর সার্জারির দিকে যাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখনও তা সম্ভব হয়নি বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
মাওলানা এনামুল হাসান বলেন, চিকিৎসকরা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আজকের জন্য সার্জারির তারিখ নির্ধারণ করেছিলেন। কিন্তু প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা না হওয়ায় এখন পর্যন্ত সেটিও করা যায়নি। তিনি জানান, সার্জারিতে দেরি হলে যেটুকু কমেছে, তা আবার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মাওলানা এনামুল হাসান ফারুকী আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির খাদেম (বিশেষ সহকারী) ছিলেন। তিনি ২০২১ সালে হেফাজতের মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ে। বাংলাদেশে চিকিৎসার চেষ্টা চালানো হলেও পর্যাপ্ত ফল না পাওয়ায় তাঁকে ভারতে নেওয়া হয়। সেখানে প্রায় পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার আশায় তিনি চীনে যান এবং বর্তমানে গুয়াংজু মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় ও নানা খরচে তাঁর আর্থিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। এ অবস্থায় মাওলানা এনামুল হাসান ফারুকীর চিকিৎসা অব্যাহত রাখতে দেশবাসীর কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।
সহায়তা পাঠানোর তথ্য
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
হিসাবের নামঃ ইনআমুল হাসান ফারুকী
হিসাব নম্বরঃ ২০৫০৭১৯০২০০০৮৫৮০৭
শাখাঃ দত্তেরহাট সাব ব্রাঞ্চ, মাইজদী কোর্ট, নোয়াখালী
বিকাশ নগদ রকেট পার্সোনাল
০১৭২১২৩৮৫৮৮
হোয়াটসঅ্যাপ ইমু
০১৭২১২৩৮৫৮৮











