সোমবার | ২৯ ডিসেম্বর | ২০২৫
spot_img

যতদিন ইসরাইলি আগ্রাসন চলবে, ততদিন আমাদের প্রতিরোধও চলবে: হিজবুল্লাহ মহাসচিব

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি আগ্রাসন যতদিন চলবে, ততদিন প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম।

রোববার (২৮ ডিসেম্বর) এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রচেষ্টাকে ইসরাইলি-মার্কিন প্রকল্প বলে অভিহিত করে তিনি বলেন, জায়নবাদী ইসরাইলের আগ্রাসন চলমান থাকা অবস্থায় অস্ত্র একচেটিয়াভাবে রাষ্ট্রের হাতে নেওয়ার যেকোনো প্রচেষ্টা দক্ষিণ লেবাননের কিছু অংশ অন্যদের দখলে থেকে যাওয়ার ক্ষেত্র তৈরি করবে।

লেবাননের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে হিজবুল্লাহর মহাসচিব বলেন, ২০১৯ সাল থেকে দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টি এবং অর্থনীতি ধ্বংসের পেছনের মূল হোতা আমেরিকা। তিনি আরো বলেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও লেবাননের ওপর ইসরাইলি হামলা বন্ধ হয়নি এবং তারা এখনও আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, শেখ নাইম কাসেম জোর দিয়ে বলেন, যতদিন ইসরাইলি হামলা চলবে, ততদিন প্রতিরোধ বাহিনীর নিরস্ত্রীকরণ লেবাননের স্বার্থ রক্ষা করবে না; বরং দখলদারদের স্বার্থ নিশ্চিত করবে এবং দক্ষিণ লেবাননের পাঁচটি স্থানে দখল বজায় রাখার পক্ষে কাজ করবে।

হিজবুল্লাহর মহাসচিব প্রতিরোধের ৪২ বছরের অভিজ্ঞতা এবং ইহুদিবাদী ইসরাইলের পরিকল্পনাগুলো ব্যর্থ করার কথা উল্লেখ করে বলেন, লেবানন সরকার সফল হয়েছে কারণ তাদের পাশে প্রতিরোধ সংগ্রামীরা ছিল।

তিনি আরো বলেন, প্রতিরোধ বাহিনী ও লেবানন যুদ্ধবিরতির প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল, কিন্তু এখন থেকে আর কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, যতক্ষণ না ইসরাইল তাদের প্রতিশ্রুতি পালন করে, ততক্ষণ লেবানন কোনো পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য নয়।

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব আরো বলেন, আকাশ, স্থল ও নৌপথে সব ধরনের হামলা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, দখলদারদের পুরোপুরি প্রত্যাহার করতে হবে, বন্দিদের মুক্তি দিতে হবে এবং দক্ষিণ লেবাননের পুনর্গঠন শুরু করতে হবে।

তিনি বলেন, দখলদার ইসরাইল তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আগে লেবানন সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ