সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন শোকবই উন্মুক্ত করেছে। লন্ডনভিত্তিক একাধিক রাষ্ট্রদূত ও হাইকমিশনার শোকবইয়ে স্বাক্ষর করে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শুক্রবার (২ জানুয়ারি) লন্ডনভিত্তিক একাধিক রাষ্ট্রদূত ও হাইকমিশনার বাংলাদেশ হাইকমিশনে সরাসরি উপস্থিত হয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন এবং মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন স্বাগতিক দেশসহ কোর্ট অব সেন্ট জেমস’-এ অনুমোদিত সব কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার জন্য শোকবই উন্মুক্ত করেছে।











