বৃহস্পতিবার | ৮ জানুয়ারি | ২০২৬
spot_img

ভেনেজুয়েলা, গাজ্জা ও ইউক্রেনের সার্বভৌমত্ব-অখণ্ডতা নিয়ে স্পেনের প্রধানমন্ত্রীর উদ্বেগ

ভেনেজুয়েলা, গাজ্জা ও ইউক্রেনের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ ও ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবার ভেনেজুয়েলা, গাজ্জা ও ইউক্রেনের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইউক্রেন থেকে শুরু করে গাজ্জা ও ভেনেজুয়েলা সহ সব রাষ্ট্রের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও সম্মান নিয়ে কোনোভাবেই সমঝোতা হতে পারে না।

কৌশলগত ও জাতীয় নিরাপত্তা ইস্যু দাবী করে প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ বানিয়ে নেওয়ার যে বক্তব্য দিয়েছেন এরও বিরোধিতা করেছেন তিনি।

তিনি বলেন, স্পেন এধরণের বক্তব্য ও চিন্তাভাবনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে এবং সর্বদা জাতিসংঘের প্রতি সক্রিয়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করে যাবে।

এর আগে গত রবিবার ব্রাজিল, কলম্বিয়া, মেক্সিকো, উরুগুয়ে ও চিলির মতো লাতিন আমেরিকার দেশগুলোর সাথে যৌথ বিবৃতিও দেয় এর সর্বনিকটের ইউরোপীয় দেশটি, যেখানে ভেনেজুয়েলার ভূখণ্ডে আমেরিকার সন্ত্রাসী অভিযানের নিন্দা জানানো হয়।

স্প্যানিশ কর্তৃপক্ষের তরফ থেকে সেই বিবৃতিতে বলা হয়েছিলো, ভেনেজুয়েলায় যা ঘটছে তা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। স্বাধীন ভূখণ্ডটিতে পরিচালিত আমেরিকার একতরফা সামরিক কার্যক্রমের নিন্দা জানাচ্ছি। এধরনের আগ্রাসী কার্যক্রম আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা, বিশেষত, জাতিসংঘ সনদে শক্তি প্রয়োগে নিষেধাজ্ঞা ও আঞ্চলিক সার্বভৌমত্বের প্রতি সম্মানের যে প্রতিষ্ঠিত নীতিমালা রয়েছে তা লঙ্ঘন করেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ