বুধবার | ৭ জানুয়ারি | ২০২৬
spot_img

আয়নাঘরে আল্লাহর কাছে তওবা করেছি, মৃত্যু পর্যন্ত যেন অটল থাকতে পারে: ব্যারিস্টার আরমান

ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ‘সবাই আপনারা আমার নিজের জন্য দোয়া করবেন যেন কাল কেয়ামতের ময়দানে এই জবাবদিহি থেকে আল্লাহ আমাকে ও আমাদের সবাইকে রেহাই দেন। আর ফ্যাসিস্ট সরকারের আয়নাঘরে আল্লাহর কাছে আমি যে তওবা করেছি আমৃত্যু যেন সেই তওবাতে অটল থাকতে পারি।’

শনিবার (৩ জনিুয়ারি) মিরপুরের একটি মাদারসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান বলেন, ‘ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার সুযোগ আল্লাহ দিচ্ছেন। আল্লাহ যেন আমাদেরকে অনেক রক্তের বিনিময়ে অনেক বাচ্চা ছেলের চোখ হারানোর বিনিময়, হাত হারানোর বিনিময়ে, পা হারানোর বিনিময়ে বাংলাদেশের মানুষ আরেকবার সুযোগ পাচ্ছে তাদেরকে বাছাই করা, যারা দেশ পরিচালনা করবে আল্লাহর নির্দেশ মতো।’

তিনি বলেন, ‘যেন এমন শক্তিকে বাছাই করেন যারা আল্লাহকে বিশ্বাস করেন কবরের আজাব বিশ্বাস করেন, কাল কেয়ামতের জবাবদিহিতা বিশ্বাস করেন। আমরা আশা করতে পারি হয়তো তারা এমন কাজ করবেন না যার মাধ্যমে কাল কেয়ামতে তাদেরকে অনন্ত শাস্তি ভোগ করতে হবে।’

তিনি আহ্বান জানান, আসুন আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে আমরা ইসলামকে মেনে যাওয়ার চেষ্টা করি। পারিবারিক জীবনে ইসলামের বাস্তবায়নের চেষ্টা করি। সামাজিক জীবনে সবাই মিলে যার যতটুকু সামর্থ্য রয়েছে সামাজিকভাবে এর বিধি-বিধান বাস্তবায়নের চেষ্টা করি। ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন রাষ্ট্রীয়ভাবে আল্লাহর এই জমিনে তার বিধান যেন তারই হয় এইটুকু বাস্তবায়ন করার যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করি।’

তিন আরও বলেন, ‘আল্লাহ যেন আমাদের এই জন্মভূমির দিকে তাকান। আল্লাহ আমাদের জন্ম দিয়েছেন এই ভূমি যেন বিপদমুক্ত হয় দুর্নীতি মুক্ত হয় সকল ধরনের অন্যায়-জুলুম মুক্ত হয়। মানুষ যেন সম্মানের সাথে তার অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে এবং এমনভাবে জীবনযাপন করতে পারে যাতে দুনিয়াতে শান্তি এবং কেয়ামতের মুক্তি আমাদের জন্য আল্লাহর দরবারে সিদ্ধান্ত হয় ইনশাআল্লাহ।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ