রবিবার | ১১ জানুয়ারি | ২০২৬
spot_img

ট্রাম্পের উচিত নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দেওয়া: খামেনি

ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ট্রাম্পকে নিজের দেশের সমস্যার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, “কিছু উসকানিদাতা রয়েছে, যারা আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করতে সরকারি সম্পদ ধ্বংস করছে। ঐক্যবদ্ধ ইরানি জনগণ সব শত্রুকে পরাজিত করবে। ট্রাম্পের উচিত নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দেওয়া।”

শুক্রবার (৯ জানুয়ারি) টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্পের সরাসরি সমালোচনা করেন ইরানের সর্বোচ্চ নেতা। বিক্ষোভ শুরুর পর এটিই তার প্রথম প্রকাশ্য বক্তব্য।

খামেনি বলেন, কিছু উসকানিদাতা সরকারি সম্পদ ধ্বংস করে আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, যারা এই রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তাদের কাছে কখনো মাথানত করা হবে না ইরান, হুঁশিয়ারি দেন তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ