মঙ্গলবার | ১৩ জানুয়ারি | ২০২৬
spot_img

হাদি হত্যার অভিযোগপত্র পর্যালোচনার জন্য বৃহস্পতিবার ধার্য করেছেন আদালত

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা ও জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগপত্র পর্যালোচনার জন্য আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ‎ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। আদালত রাষ্ট্রপক্ষকে সাহায্য করার জন্য তিনজন আইনজীবী নিয়োগ দিয়েছেন।

এর আগে, সকালে আদালতে উপস্থিত হন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও শান্তা আক্তারসহ অন্যরা। বাদী আদালতের কাছে এই মামলায় নিয়োগপ্রাপ্ত আইনজীবীদের আবেদনের সঙ্গে সম্মতি জানান।

আদালতে আইনজীবীরা চার্জশিট পর্যালোচনার জন্য আগামী মঙ্গলবার ও বুধবার সময় চান। পর্যালোচনা শেষে বৃহস্পতিবার তারা চার্জশিট গ্রহণযোগ্য বা নারাজির বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। আদালত তাদের আবেদন গ্রহণ করে দুই দিন সময় বরাদ্দ করেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ