মঙ্গলবার | ১৩ জানুয়ারি | ২০২৬
spot_img

ডাকসুর উদ্যোগে ঢাবিতে সান্ধ্যকালীন বাস সার্ভিস চালু, চলবে কুমিল্লা পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বাসরুটগুলোতে সন্ধ্যার পর নতুন ট্রিপ সংযোজন করে সান্ধ্যকালীন বাস সার্ভিস চালু করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) ঢাবির ভিসি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

সংবাদ সম্মেলন শেষে ফিতা কেটে সান্ধ্যকালীন বাস ট্রিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাকসুর সহ সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।

এ সময় ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীরা আমাদের নেতা নয়, তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে। আমাদের দায়িত্ব হলো কাজ করে যাওয়া এবং শিক্ষার্থীদের দায়িত্ব আমাদের জবাবদিহির আওতায় রাখা। আমরা ব্যক্তি নয়, পলিসিগত পরিবর্তনের মাধ্যমে কাজ করতে চাই, যেন ভবিষ্যতে এখানে আর এসব মৌলিক কাজের প্রয়োজন না পড়ে।

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনের সময় আমরা যে ইশতেহার দিয়েছি, ইনশাআল্লাহ তার সবগুলো বাস্তবায়ন করবো। বাসরুটে নতুন বাস সংযোজন, কুমিল্লা পর্যন্ত বাস চালু এবং ঢাকার আশপাশের জেলাগুলোতে বাস সার্ভিস চালুর বিষয়গুলো আমরা গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের চেষ্টা করছি। শিক্ষার্থীদের প্রতিটি সমস্যার সমাধানে আমরা কাজ করছি। আমরা এমন একটি ক্যাম্পাস রেখে যেতে চাই, যেখানে ভবিষ্যৎ শিক্ষার্থীরা একটি স্বপ্নের ক্যাম্পাস পাবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ