কাতারের আল উদেইদ সামরিক ঘাঁটি থেকে আমেরিকা একটি অংশের সেনা বুধবারের শেষ নাগাদ সরে যাবে বলে জানিয়েছে রয়টার্স। একই সময়ে, ইরান সতর্ক করেছে, তাদের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হলে অঞ্চলটিতে আমেরিকার নিকটতম ঘাঁটিগুলোকে তারা লক্ষ্যবস্তু করবে।
রয়টার্সের উদ্ধৃত তিনটি কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বুধবারের শেষ নাগাদ কাতারের আল উদেইদ সামরিক ঘাঁটি থেকে আমেরিকার একটি অংশের সেনা প্রত্যাহার করা হবে।
আল উদেইদ কাতারে আমেরিকার সামরিক স্থাপনা এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি হিসেবে উল্লেখ করা হয়, যেখানে আনুমানিক ১০ হাজার সেনা অবস্থান করে।
এর আগে আমেরিকা ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘাত চলাকালে কাতারের আল উদেইদ ঘাঁটি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।
সাম্প্রতিক পরিস্থিতিতে ইরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হলে অঞ্চলটিতে আমেরিকার সবচেয়ে কাছের ঘাঁটিগুলোকে তারা লক্ষ্যবস্তু করবে।
সূত্র : রয়টার্স











