ভারতে বাংলাদেশি সন্দেহে মুসলিমদের ওপর নির্যাতনের মাত্রা দিনে দিনে বাড়ছেই। বিশেষ করে হিন্দুত্ববাদী রাজ্যে এসব ঘটনার হার সবচেয়ে বেশি। কাজের সন্ধানে যেসব মুসলিম নাগরিক নিজ রাজ্যের বাইরে অন্য রাজ্যে যাচ্ছেন, সেসব কর্মী কোনো না কোনো অজুহাতে গেরুয়া বাহিনীর নির্যাতনের শিকার হচ্ছেন। এবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের ম্যাঙ্গালুরুতে। আক্রান্ত ব্যক্তির নাম দিলজানি আনসারি; তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। অভিযোগ উঠেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে তাকে মারধর করে একদল যুবক।
পুলিশ জানিয়েছে, আনসারি গত ১৫ বছর ধরে প্রতিবছর প্রায় ছয় মাস করে ম্যাঙ্গালুরুতে গিয়ে শ্রমিকের কাজ করেছেন। প্রতিবছর কাজের প্রয়োজন অনুযায়ী চার থেকে ছয় মাস এ শহরেই থাকেন। রোববার ম্যাঙ্গালুরু সংলগ্ন কুলুর এলাকায় চার যুবক তার পথ আটকায় এবং তার পরিচয়পত্র দেখতে চায়। এ সময় সেসব যুবক তাকে ‘বাংলাদেশি’ বলে অভিযুক্ত করে। এ সময় দিলজানি নিজেকে ভারতীয় বলে দাবি করলেও ওই যুবকরা তা অস্বীকার করে তাকে মারধর শুরু করে। এ সময় দিলজানির কাছে থাকা বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে। এতে গুরুতর জখম হন তিনি। শেষে স্থানীয় এক নারী তাকে উদ্ধার করেন। আতঙ্কিত দিলজানি থানায় কোনো অভিযোগ করেননি। তিনি অভিযোগ দায়ের না করেই বাড়ি ফিরে আসেন এবং স্থানীয় নেতাদের জানান। পরে তারাই বিষয়টি পুলিশকে জানান।
তদন্তের পর পুলিশ দিলজানির নথিপত্র যাচাই করে নিশ্চিত হয় যে, তিনি ভারতীয় নাগরিক। সন্দেহভাজনদের নাম সাগর, দানুশ, লালু রথিশ ও মোহন, যারা একটি ডানপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। এদের বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। চার অভিযুক্ত এখনো পলাতক।











