শুক্রবার | ১৬ জানুয়ারি | ২০২৬
spot_img

ভবিষ্যত যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি আমরা: ভারতের সেনাপ্রধান

ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ভারতের সেনাবাহিনী বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জয়পুরে সেনা দিবসের কুচকাওয়াজের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আধুনিক প্রযুক্তি ও দেশীয় সামরিক সরঞ্জামের ওপর জোর দিয়ে তিনি বলেন, আত্মনির্ভরতা এখন আর শুধু লক্ষ্য নয়, বরং এটি কৌশলগতভাবে জরুরি।

তিনি আরও বলেন, ‘ভারতীয় সেনাবাহিনী ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে। সেনাবাহিনী সুপ্রশিক্ষিত সেনা, আধুনিক সরঞ্জাম এবং বহুমুখী অপারেশনাল ক্ষমতার অধিকারী। সেনাদের আরো সক্ষম করে তোলার জন্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।’

ভারতের সেনাপ্রধান বলেন, গত কয়েক বছরে ভারতীয় সেনাবাহিনীর চিন্তাভাবনায় স্পষ্ট পরিবর্তন এসেছে।

তিনি বলেন, ‘অপারেশন সিন্দুর’ একটি নতুন বাস্তবতা তৈরি করেছে। এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনী দ্রুত, সমন্বিত ও নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতা প্রমাণ করেছে। এটি একটি পরিণত ও আত্মবিশ্বাসী বাহিনীর প্রতিচ্ছবি, যারা পরিমিত কিন্তু দৃঢ় ও দায়িত্বশীল পদক্ষেপে জাতীয় স্বার্থ রক্ষা করতে পারে।

তিনি আরও বলেন, বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতের যুদ্ধের জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে নতুন কাঠামো গড়ে তোলা হয়েছে, যেগুলো ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষিত ও সজ্জিত করা হচ্ছে। তিনি জানান, ভৈরব ব্যাটালিয়ন ও শক্তিমান রেজিমেন্টের মতো নতুন ইউনিট গঠন করা হয়েছে। এর মাধ্যমে দ্রুতগামী, নমনীয় ও মিশনকেন্দ্রিক একটি সেনাবাহিনী গড়ে তোলার প্রতিফলন দেখা যায়, যা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।

সূত্র: দ্য হিন্দুর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ