ভারতে আকমাল হুসেন নামে এক মুসলিম ফেরিওয়ালাকে বাংলাদেশি আখ্যা দিয়ে নির্মমভাবে মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদীরা।
ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলায় এই নৃশংস ঘটনা ঘটে।
আকমাল হুসেন কাটিহারের একটি এলাকায় পায়ে হেঁটে ঘরে ঘরে গৃহস্থালি সামগ্রী বিক্রি করতেন। এক নারী তার কাছ থেকে কিছু কেনার ইচ্ছা দেখান। ওই নারী যখন নিজের বাড়ির কাছে তাঁকে ডেকে জিনিস কিনতে বলেন, তখন হঠাৎ এক ব্যক্তি এসে হুসেনকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে এবং তাকে ‘বাংলাদেশি’ বলে আখ্যা দেয়।
হামলার বিষয়ে আকমাল বলেন, “কোনো কারণ ছাড়াই সে আমাকে গালাগালি করতে শুরু করে, আমাকে বাংলাদেশি বলে এবং আমার পরিচয়পত্র দেখাতে বলে।”
নিজের নিরাপত্তা ভেবে আকমাল যখন ফোন বের করার চেষ্টা করেন, তখন ওই ব্যক্তি আরও হিংস্র হয়ে ওঠে। আকমাল ঘটনার বর্ণনা দিতে বলেন, “অল্প সময়ে অনেক মানুষ সেখানে জড়ো হয়ে যায়। সে চিৎকার করতে থাকে যে আমি বাংলাদেশি এবং নারীদের ধর্ষণ করার জন্যই সেখানে এসেছি। এরপর তারা সবাই মিলে আমাকে নির্মমভাবে মারধর করে।”
এই হামলায় আকমাল হুসেন গুরুতর আহত হন এবং উগ্র হিন্দুত্ববাদীরা তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। নিজের নিরাপত্তা নিয়ে ভয়ে থাকা আকমাল হুসেন বলছেন, তিনি একজন গরিব মানুষ, যিনি সৎভাবে জীবিকা নির্বাহ করার চেষ্টা করছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
ঘটনার একটি এফআইআর (প্রাথমিক তথ্য প্রতিবেদন) দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: মুসলিম মিরর











