সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব ও উপস্থিতি এখন জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বড় সূচক হিসেবে বিবেচিত। এই ধারাবাহিকতায় সোশ্যাল ব্লেডের শীর্ষ ১০০ ফেসবুক ক্রিয়েটর তালিকায় স্থান পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তালিকায় তিনি ডোনাল্ড জে ট্রাম্পের চেয়ে এগিয়ে অবস্থান করছেন।
রোববার (১৮ জানুয়ারি) সোশ্যাল ব্লেডের ওয়েবসাইটে প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল ব্লেড র্যাঙ্ক তালিকায় এ তথ্য দেখা যায়।
সোশ্যাল ব্লেডের তালিকা অনুযায়ী, শীর্ষ ১০০ ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল ব্লেড র্যাঙ্কে তারেক রহমানের অবস্থান ৬৩তম। একই তালিকায় ডোনাল্ড জে ট্রাম্প ৬৭তম অবস্থানে রয়েছেন। এছাড়া টিম ট্রাম্প রয়েছে তালিকার ৯৫তম স্থানে।
তালিকাটিতে প্রতিটি অ্যাকাউন্টের পাশে গ্রেড এবং সূচক হিসেবে লাইক ও টকিং অ্যাবাউট দেখানো হয়েছে। সোশ্যাল ব্লেডের সহায়তা পাতার ব্যাখ্যা অনুযায়ী, এসব গ্রেড ও সোশ্যাল ব্লেড র্যাঙ্ক প্রোফাইলের প্রভাব ও উপস্থিতির একটি সূচক হিসেবে উপস্থাপিত হয়। তালিকাটি নিয়মিত হালনাগাদ হওয়ায় অবস্থান সময়ভেদে পরিবর্তিত হতে পারে।











