রবিবার | ১৮ জানুয়ারি | ২০২৬
spot_img

ফেসবুকে ট্রাম্পের চেয়ে এগিয়ে তারেক রহমান!

সামাজিকমাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেডের ফেসবুক শীর্ষ একশ তালিকায় ডোনাল্ড জে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোশ্যাল ব্লেড র‌্যাঙ্ক অনুযায়ী তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৩তম এবং ডোনাল্ড জে ট্রাম্পের অবস্থান ৬৭তম।

সোশ্যাল ব্লেডের শীর্ষ একশ তালিকায় প্রতিটি পেজের নামের সঙ্গে গ্রেড, লাইক এবং টকিং অ্যাবাউটের তথ্য প্রকাশ করা হয়। সর্বশেষ তালিকায় তারেক রহমানের গ্রেড এ প্লাস প্লাস, অবস্থান ৬৩তম। একই তালিকায় ডোনাল্ড জে ট্রাম্পের গ্রেড এ প্লাস প্লাস, অবস্থান ৬৭তম।

সোশ্যাল ব্লেডের পরিসংখ্যান অনুযায়ী, ১৮ জানুয়ারি পর্যন্ত তারেক রহমানের পেজে লাইক ৫৫ লাখ ৮১ হাজার ৫১৪ এবং টকিং অ্যাবাউট ১৫ লাখ ২০ হাজার ৬৩১। একই সময়ে ডোনাল্ড জে ট্রাম্পের পেজে লাইক ৪ কোটি ৪ লাখ ২৭ হাজার ৮৭২ এবং টকিং অ্যাবাউট ১১ লাখ ৪২ হাজার ৫৯।

সোশ্যাল ব্লেডে ফেসবুকের শীর্ষ তালিকা একাধিক সূচকে প্রকাশ করা হয়। এর মধ্যে সোশ্যাল ব্লেড র‌্যাঙ্ক ছাড়াও লাইক এবং টকিং অ্যাবাউট ভিত্তিক তালিকাও রয়েছে। ফলে সময়ভেদে তালিকার অবস্থান ও পরিসংখ্যানে পরিবর্তন হতে পারে।

সূত্র : সোশ্যাল ব্লেড

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ