সোমবার | ১৯ জানুয়ারি | ২০২৬
spot_img

পাকিস্তানে শপিং মলে আগুন; এখন পর্যন্ত ১৪ জন নিহত

পাকিস্তানের করাচিতে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জন হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানায়।

স্থায়ীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে শহরটির জিন্নাহ রোডের ‘গুল প্লাজা’ নামের বহুতল ভবনটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ভেতরে আটকা পড়েন অনেকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।

এ ঘটনায় নিখোঁজ কমপক্ষে ৭০ জন। কর্তৃপক্ষ জানায়, প্রায় ২৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের বেশিরভাগের মৃত্যুর শঙ্কা করা হচ্ছে।

অভিযোগ উঠেছে, আগুন লাগার পর দ্রুত ব্যবস্থা না নেয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। প্রাথমিক তদন্তে জানানো হয়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত।

সিন্ধ প্রদেশের গভর্নর কামরান তেসরি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারদের গভীর সমবেদনা জানান। প্রদশের স্বরাষ্ট্রমন্ত্রীও গভীর দুঃখ প্রকাশ করেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ