মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

রাউজানে বিএনপির চূড়ান্ত প্রার্থী গিয়াস কাদের চৌধুরী

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) তিনি দলের প্রতীক বরাদ্দের চিঠি হাতে পান।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্রতীক বরাদ্দের চিঠিটি দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কাছে প্রদান করা হবে বলে জানান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত প্রেস সচিব খোরশেদ আলম এবং তার দলের সিনিয়র নেতারা।

উল্লেখ্য, প্রথমে গিয়াস কাদেরকে দলের মনোনয়ন দেওয়া হলেও পরে একই আসনে গোলাম আকবর খোন্দকারকেও দলীয় মনোনয়ন দেওয়া হয়। এতে দুজনই মনোনয়ন দাখিল করেন।

এ নিয়ে দলের নেতাকর্মী এবং রাউজানবাসী দ্বিধায় পড়ে যান এবং দুশ্চিন্তায় থাকেন। শেষ পর্যন্ত গিয়াস কাদের চৌধুরী দলের ধানের শীষ প্রতীক পেয়েছেন বলে নিশ্চিত করেন দলটির নেতাকর্মীরা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ