বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

ক্ষমতায় গেলে প্রয়োজন ছাড়া বৈধ সুবিধাও নেবে না জামায়াত নেতারা: শফিকুর রহমান

ক্ষমতায় গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামির নেতাকর্মীরা কোনো বৈধ সুবিধাও প্রয়োজন ছাড়া নেবে না বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ক্ষমতায় গেলে ন্যায়বিচারে কোনো ছাড় দেওয়া হবে না। পদ-পদবি দেখে কারো বিচার করা হবে না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশটাকে লুটেপুটে খেয়ে একদল হাড্ডিসার করে রেখেছে। আমরা এই অবস্থান থেকেই উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাবো। দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। তরুণেরা ‘২৪-এ দেশের পাল ঘুরিয়ে দিয়েছে। আগামী নির্বাচনেও তারাই পাল ঘুরিয়ে দেবে।

যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের কাজ শেষ হয়নি, এখনই শুরু। তোমরা একটা স্বৈরাচার দেশ থেকে তাড়িয়েছো, কিন্তু স্বৈরাচারী মানসিকতা দেশ থেকে এখনো যায়নি। এটাকে নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। আর আমরাও তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো, পিছে নয়।

তিনি আরও বলেন, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, গুম—সবকিছু নির্মূল হবে যদি সব ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করা যায়। বিচার যদি বিচারের জায়গায় না থাকে, তাহলে কোনো কিছুরই কোনো সমাধান করা সম্ভব নয়।

ডা. শফিকুর রহমান বলেন, স্রোতের বিপরীতে গিয়ে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং দাঁড়াচ্ছেন, তাদের কারও ঋণ আমরা শোধ করতে পারবো না। তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ জামায়াতে ইসলামী।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ