বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

ট্রাম্পের গাজ্জা শান্তি বোর্ডে যোগ দিচ্ছেন নেতানিয়াহু

গাজ্জায় শাসনকাজ পরিচালনা ও পুনর্গঠন কার্যক্রম তদারকির জন্য প্রস্তাবিত ‘শান্তি বোর্ডে’ যোগ দিচ্ছেন দুই বছরেরও বেশি সময় ধরে হত্যযজ্ঞ চালানো ইহুদিবাদী সন্ত্রাসদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বুধবার (২১ জানুয়ারি) ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিকমাধ্যমে এ ঘোষণা দেয়।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, গাজ্জায় যুদ্ধবিরতি তদারকির লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘শান্তি বোর্ডে’ যোগ দেবেন নেতানিয়াহু।

যুদ্ধবিধ্বস্ত গাজ্জার শাসনকাজ পরিচালনা ও উপত্যকার পুনর্গঠন কার্যক্রম তদারকি করতে বিশ্বনেতাদের নিয়ে একটি ‘শান্তি বোর্ড’ গঠনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই বোর্ডের চেয়ারম্যান ট্রাম্প নিজেই। এই পদে অনির্দিষ্টকালের জন্য থাকবেন বলেও জানিয়েছে তিনি। এমনকি প্রেসিডেন্টের মেয়াদ শেষেও তিনি এটির দায়িত্ব পালন করে যেতে পারবেন।

বোর্ড অব পিসে এক বিলিয়ন ডলার দিলে স্থায়ী সদস্যপদ দেওয়া হবে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন জানিয়েছে, তারা এতে যুক্ত হবে।

ট্রাম্প এই বোর্ডের সদস্য হতে বিশ্বের শক্তিধর দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানাচ্ছেন। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আছেন।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ