ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নেত্রকোনা–০২ (নেত্রকোনা সদর–বারহাট্টা) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মাওলানা আব্দুল কাইয়ুম বলেছেন, আমি আল্লাহর ওপর ভরসা করে জনগণের সেবার নিয়ত নিয়ে নির্বাচনে এসেছি। নেত্রকোণার মানুষ বছরের পর বছর ধরে উন্নয়ন থেকে বঞ্চিত।
বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে হাতপাখা প্রতীক গ্রহণ করে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষ আজ পরিবর্তন চায়, চায় সৎ, ঈমানদার, দেশপ্রেমিক নেতৃত্ব। নেত্রকোণার তরুণ সমাজও এখন বুঝে গেছে রাজনীতি মানে শুধুই ক্ষমতার খেলা নয়, রাজনীতি মানে মানুষের কল্যাণের পথ। নেত্রকোণার মানুষ যদি আমাকে সুযোগ দেয়,আমি ইনশাআল্লাহ সততা ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব উপহার দেব।’
তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে নেত্রকোনার মানুষের জন্য কাজ করছি। এখানকার মানুষ আমাকে চেনে। আমি প্রতিটি মহল্লা, দোকানপাট ও গ্রাম ঘুরে জনগণের সঙ্গে দেখা করছি। তারা আমাকে সাহস দিচ্ছে—বলছে ‘হুজুর, আপনাকে আমরা সংসদে চাই’।
মাওলানা আব্দুল কাইয়ুম বিশেষ করে এই অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের মানুষও আছেন। যদি সংসদে যেতে পারি, তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেব। এখন জনগণই সিদ্ধান্ত নেবে নেত্রকোণা–২ আসনে কাকে তারা বিজয়ী করবে। আমি আশাবাদী—জনগণ আমার পাশে থাকবে।”











