বাংলাদেশের পোশাক উৎপাদনকারী ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর সাথে বৈঠক করেছেন ফররত আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাওলানা আহমাদুল্লাহ জাহিদ। আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় টুইট বার্তায় জানিয়েছে বৈঠকে আফগানিস্তান থেকে বাংলাদেশে তুলা রপ্তানি বৃদ্ধি, যৌথ সহযোগিতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিজিএমইএ ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান বলেন, আফগানিস্তানের তুলা উচ্চমানের হওয়ায় বাংলাদেশের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আগ্রহী।
তিনি জানান, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো আফগান তুলা ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি চুক্তি স্বাক্ষর করতে চায়।
তিনি সমিতিটির পটভূমি তুলে ধরে বলেন, এটি বাংলাদেশের সবচেয়ে বড় সমিতি, যার আওতায় চার হাজার পোশাক উৎপাদনকারী কারখানা কাজ করে এবং প্রতিবছর প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হয়।
সেলিম রহমান আরও বলেন, তুলা আমদানিকারক দেশগুলোর তালিকায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে।
মাওলানা আহমাদুল্লাহ জাহিদ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঐতিহাসিক সম্পর্ক, ইসলামী ভ্রাতৃত্ব এবং যৌথ বাণিজ্যিক সুযোগ কাজে লাগানো গেলে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিসর বাড়তে পারে।











