ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি ওষুধ আমদানির একটি চুক্তি স্বাক্ষর করেছেন।
আফগান বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী মাওলানা আহমদুল্লাহ জাহিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের ঢাকা সফরের সময় এই চুক্তি সম্পন্ন হয়।
সফরকালে প্রতিনিধি দলটি বাংলাদেশের দুটি বৃহৎ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং রেনাটা পিএলসি পরিদর্শন করে। এসব প্রতিষ্ঠান বর্তমানে বিশ্বের প্রায় ৫০টি দেশে ওষুধ রপ্তানি করছে।
চুক্তি অনুযায়ী, আফগান ব্যবসায়ীরা আফগান বাজারে ওষুধ সরবরাহের জন্য বাংলাদেশের উৎপাদকদের সঙ্গে সরাসরি চুক্তিতে প্রবেশ করবেন।
সফরের সময় মাওলানা আহমদুল্লাহ জাহিদ বাংলাদেশের বিনিয়োগকারীদের আফগানিস্তানের ভেতরে ওষুধ উৎপাদন কারখানা স্থাপনের আমন্ত্রণ জানান। তিনি জোর দিয়ে বলেন, দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং ইমারাতে ইসলামিয়ার শিল্প উন্নয়ন ও বিনিয়োগকে সমর্থন দিচ্ছে।
তিনি আরও বলেন, সরকার বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা প্রদান করেছে এবং দেশীয় উৎপাদনকে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে, জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ওষুধ ও স্বাস্থ্যপণ্য নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক ড. নাইমুল্লাহ আয়ুবি বিদ্যমান বিধিবিধানের আলোকে বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারকদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
সূত্র: আরিয়ানা নিউজ











