বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী বলেছেন, বর্তমানে দেশ ও জাতি এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে। এমতাবস্থায় ইসলাম ও উম্মাহর কল্যাণে, দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে দূরদর্শিতাপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সর্বোচ্চ সচেতনতার পরিচয় দিতে হবে।
বৃহম্পতিবার (২২ জানুয়ারি) নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা কার্যনির্বাহী পরিষদের মাসিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
মাওলানা নুরুল কবির হিলালী বলেন, দেশ ও জাতির যে কোন সঙ্কট উত্তরণে নেজামে ইসলাম পার্টি দূরদর্শী ভূমিকা পালন করে এসেছে। ইমলামী রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে ঐতিহ্যবাহী এ দলের স্বকীয় ও দূরদর্শিতাপূর্ণ অবস্থান অক্ষুন্ন রাখতে নিষ্ঠার সাথে সন্তর্পণে পথ চলতে হবে। আকাবিরীনের হাতে গড়া ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল নেজামে ইসলাম পার্টির সাংগঠনিক কর্মতৎপরতায় ইখলাসের সাথে মনোনিবেশ করে ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
জেলা যুগ্ম -সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, সহ- সাধারণ সম্পাদক মাওলানা ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফী, আইন বিষয়ক সম্পাদক এড. তারেক আজিজ, প্রচার সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী, সহ-প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল হামিদ, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মোহাম্মদ সালেম, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আতাউল্লাহ প্রমুখ।











