বাংলাদেশকে উসকানি দিচ্ছে পাকিস্তান বলে দাবি করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল।
তিনি বলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনে বাংলাদেশকে উসকানি দিচ্ছে পাকিস্তান। তার মতে, ভারতকে ‘চাপে ফেলতে’ পাকিস্তান ও বাংলাদেশ একযোগে কাজ করছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভারতের উগ্র হিন্দুত্বাবাদী সংগঠনগুলোর হুমকির কারণে ভারতে খেলতো না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর প্রেক্ষিতে মদন এ দাবি করেন।
মদন লাল মনে করেন, বিশ্বকাপে না খেলতে চাওয়ার সিদ্ধান্ত ‘অবিবেচনাপ্রসূত ও বোকামি। এমন একটি বড় টুর্নামেন্টে অংশ না নিলে বাংলাদেশকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
তিনি বলেন, ‘আমি একে (বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়া) বোকামি বলব। কারণ এতে ভারতের কোনো ক্ষতি হবে না। বরং বাংলাদেশই সবকিছু হারাবে। বাণিজ্যিক দিক থেকে এমন বড় টুর্নামেন্টে অংশ না নিলে বাংলাদেশের বিশাল ক্ষতি হবে। আমার মনে হয়, পাকিস্তানই বাংলাদেশকে এই টুর্নামেন্টে না খেলতে উসকানি দিচ্ছে। তাদের উদ্দেশ্য শুধু ভারতকে দুর্বল করা।’
সূচি অনুযায়ী, বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ প্রসঙ্গে মদন লাল বলেন, দুটি শহরই নিরাপদ। মুম্বাই ভারতের অন্যতম নিরাপদ শহর। এতে ভারতীয় বোর্ডের কোনো ক্ষতি হবে না। আমার মতে, পুরো বিষয়টিই রাজনৈতিক। পাকিস্তান ও বাংলাদেশ এখানে সক্রিয় ভূমিকা রাখছে, কারণ তারা ভারতকে বিব্রত করতে চায়।
প্রসঙ্গত, বিসিবি প্রধান আমিনুল ইসলাম জানিয়েছেন, ভারতে খেলার জন্য যথেষ্ট নিরাপদ নয়। তাই তারা নিজেদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় পাঠানোর অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশের এই সিদ্ধান্তকে সমর্থন করে পাশে থাকার আশ্বাস দেয় পাকিস্তান। এমন কী বাংলাদেশের দাবি না মানা হলে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তারাও ভাবনাচিন্তা করবে বলে জানায় পিসিবি। এই ঘটনা একেবারেই মানতে পারেননি ক্রিকেটার মদন।
সূত্র: ইন্ডিয়া টুডে











