শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

শরীয়াহর প্রতি লক্ষ্য রেখে আফগান নারীদের জন্য ১০ মিলিয়ন ইউরো বরাদ্দ ইইউর

আফগান সংস্কৃতি ও শরীয়াহ অর্থব্যবস্থার প্রতি লক্ষ্য রেখে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নারীদের জন্য ১০ মিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

শুক্রবার (২৩ জানুয়ারি) তলো নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আফগান নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ১০ মিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

স্থানীয় বাণিজ্য উদ্যোগের মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক কর্মসূচি ‘ডাব্লিউ-ই এলইএডি’ এর আওতায় এই ঘোষণা দেয় আন্তর্জাতিক সংস্থাটি।

ইইউ জানায়, এই কর্মসূচি জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনডিপি ও স্থানীয় আফগান প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় বাস্তবায়িত হবে। এর লক্ষ্য হলো জীবিকা উন্নয়ন, আয় সৃষ্টির সুযোগ বৃদ্ধি এবং নারীদের অর্থনৈতিক ভূমিকাকে শক্তিশালী করা।

এছাড়া অর্থ বরাদ্দের বিবৃতিতে বলা হয়, “ইইউর এই প্রকল্পটি আফগান সংস্কৃতি ও শরিয়াহসম্মত আর্থিক ব্যবস্থার প্রতি লক্ষ্য রেখে সাজানো হয়েছে, যা নারীদের ব্যবসা উন্নয়নে সহায়তা, পরামর্শদান (মেন্টরশিপ) এবং বাজার সংযোগের সঙ্গে সমন্বিত।”

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কয়েকটি প্রদেশে এই কর্মসূচির আওতায় দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য ইউএনডিপির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের কথাও এতে উল্লেখ করা হয়।

নারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান ফারিবা নূরি বলেন, “নারীদের সক্ষমতা বৃদ্ধিতে—বিশেষ করে যারা নতুনভাবে ব্যবসায় প্রবেশ করছেন—দাতা সংস্থাগুলোর সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে নারী তার পরিবারের একমাত্র উপার্জনকারী, তিনি পরিবারের ভরণপোষণে অবদান রাখতে নগদ অর্থ বা সরঞ্জামের অন্তত ৩০–৪০ শতাংশ পর্যন্ত এই সহায়তা থেকে উপকৃত হতে পারবেন।”

কাবুলে ছোট ব্যবসা পরিচালনাকারী কয়েকজন নারী উদ্যোক্তা জানান, এই সহায়তা গুরুতর অর্থনৈতিক সংকটে থাকা আফগান নারীদের উপকারে আসতে পারে।

তারা ইমারাতে ইসলামিয়ার সরকারকে নারীদের জন্য আরো বেশি পরিমাণে ব্যবসায় সুযোগ সৃষ্টির আহবানও জানান।

নারী উদ্যোক্তা আসমা শরিফি বলেন, “বর্তমান পরিস্থিতিতে নারীরা আমাদের দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অনেকেরই বিশেষ প্রতিভা আছে এবং তাদের সহায়তা প্রয়োজন। সরকার বা দাতাদের পক্ষ থেকে আরো সহায়তা ও সমর্থন পেলে তারা অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবেন।”

আরেক উদ্যোক্তা জয়নাব বলেন, “আমাদের প্রধান প্রয়োজন বিনিয়োগ। এমনকি অল্প মূলধন পেলেও কিছু শুরু করা সম্ভব। তবে শুরুর পর ব্যবসায়িক ক্ষেত্রগুলোতে সহযোগিতা ও সরকারি সহায়তা অত্যন্ত জরুরি হয়ে উঠে।”

সংবাদমাধ্যমের তথ্যমতে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আফগান নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে ১০ মিলিয়ন ইউরো অর্থ বরাদ্দ দেওয়ার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার ও মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে পাকিস্তান, ইরান ও আফগানিস্তানের জন্য সর্বমোট ১২৬ মিলিয়ন ইউরো মানবিক সহায়তা বরাদ্দেরও ঘোষণা দিয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ