শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

শাহবাগ থানায় জিডি করলেন শহীদ ওসমান হাদির ভাই ওমর হাদি

রাজধানীর শাহবাগ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শহীদ শরিফ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে শাহবাগ থানায় জিডিটি করেন ওমর হাদি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গণমাধ্যমকে জিডির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওমর বিন হাদি তার আবেদনে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে ঠিক কী কারণে বা কার কাছ থেকে এই নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, সে বিষয়ে জিডিতে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

ওসি মনিরুজ্জামান বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ