রবিবার | ২৫ জানুয়ারি | ২০২৬
spot_img

আমরা মাদক নির্মূলে সফল হয়েছি; জাতিসংঘ প্রতিনিধিকে বললেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দীন হক্কানী বলেছেন, মাদকদ্রব্যের চাষ, উৎপাদন ও পাচার বন্ধে ইমারাতে ইসলামিয়া আন্তরিক ও বাস্তব পদক্ষেপ নিয়েছে, এবং এসব উদ্যোগে ইতিবাচক ফল পাওয়া গেছে।

কাবুলে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি নির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকার্লোর নেতৃত্বাধীন জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি জানায়।

বৈঠকে উভয় পক্ষ আফগানিস্তান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সম্পৃক্ততা এগিয়ে নেওয়া, মাদকবিরোধী লড়াইয়ে সহযোগিতা, অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার এবং বেসরকারি খাতকে প্রভাবিত করা বিধিনিষেধের বিষয়ে আলোচনা করে। পাশাপাশি জাতিসংঘের সমন্বয়ে পরিচালিত মানবিক সহায়তার কার্যকারিতা আরও বাড়ানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকে বাস্তব পরিস্থিতির আলোকে ইমারাতে ইসলামিয়া ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গঠনমূলক সম্পৃক্ততা এবং সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। সেখানে জোর দিয়ে বলা হয়, পারস্পরিক সম্মান ও বাস্তবসম্মত সহযোগিতা আস্থার পরিবেশকে আরও শক্তিশালী করতে পারে।

জাতিসংঘ প্রতিনিধিদল দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রশংসা করে এবং মাদকবিরোধী উদ্যোগে অগ্রগতির বিষয়টি স্বীকার করে। তারা মানবিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং ধারাবাহিক সম্পৃক্ততার গুরুত্বও তুলে ধরে।

রোজমেরি ডিকার্লো জানান, আফগানিস্তান বিষয়ে জাতিসংঘের নেতৃত্বাধীন দোহা প্রক্রিয়ার তৃতীয় পর্যায়ের অধীনে গঠিত ওয়ার্কিং গ্রুপগুলোর পরবর্তী বৈঠক কাবুলে অনুষ্ঠিত হবে, যেখানে স্বাগতিক দেশ হবে আফগানিস্তান।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ