সোমবার | ২৬ জানুয়ারি | ২০২৬
spot_img

একটি দলের প্রচারে ধর্মীয় অনুভূতির অপব্যবহার করা হচ্ছে : মাহদী আমিন

নির্বাচনকে কেন্দ্র করে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে একটি দল জালভোটসহ প্রতারণা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি দ্রুত বেআইনি কর্মকাণ্ড বন্ধ এবং এনআইডি তথ্যের অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, একটি দলের প্রচারে ধর্মীয় অনুভূতির অপব্যবহার এবং ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার চেষ্টা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করেন তিনি।

মাহদী আমিন বলেন, “ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে একটি দল জালভোটসহ প্রতারণা করতে পারে। দ্রুত বেআইনি কর্মকাণ্ড বন্ধ করে এনআইডি তথ্যের অপব্যবহার ঠেকাতে কমিশনকে উদ্যোগ নিতে হবে।”

আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, “একটি দলের প্রচারে ধর্মীয় অনুভূতির অপব্যবহার করা হচ্ছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই চেষ্টা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড অসৎ ও উদ্দেশ্যপ্রণোদিত।”

এ সময় তিনি আনসার-ভিডিপি সদস্যদের নিজ থানার বাইরে দায়িত্ব বণ্টনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেল বলেন, “নির্বাচনকে সামনে রেখে কোনো সংঘর্ষের ঘটনাই সমর্থন করে না বিএনপি।”

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ