মঙ্গলবার | ২৭ জানুয়ারি | ২০২৬
spot_img

আমেরিকায় তাণ্ডব চালানোর হুমকি ইরানের

ইরানের সঙ্গে আমেরিকার উত্তেজনা ক্রমেই বাড়ছে। যদিও ট্রাম্পের পক্ষ থেকে তেহরানে হামলা চালানোর মতো কোনো ইঙ্গিত প্রকাশ্যে আসেনি। তবে অনেকেই আশঙ্ক করছেন ইরানের জলসীমায় মার্কিন নৌবহর পাঠানোর অর্থ যে কোনো সময় তেহরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন। আর এদিকে ইরানও মার্কিন যুক্তরাষ্ট্রকে বার বার সতর্কবার্তা দিয়ে যাচ্ছে। কোনো ধরনের হামলা হলেই সর্বাত্মক শক্তি নিয়ে পাল্টা হামলা চালাবে ইরান।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানী তেহরানের কেন্দ্রীয় এলাকার এঙ্গেলাব স্কয়ারে একটি বিশাল বিলবোর্ড উন্মোচন করে তেহরান সিটি করপোরেশন।

মূলত আমেরিকাকে একটি স্পষ্ট বার্তা দিতেই এই পদক্ষেপ নিয়েছে ইরান। ওয়াশিংটনের পাঠানো ইউএসএস আব্রাহাম লিংকন সুপারক্যারিয়ার ও সহায়ক যুদ্ধবিমানগুলোর কী পরিণতি হতে পারে তার একটি চিত্র প্রদর্শন করেছে তেহরান। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ভিয়োরিতে এ সংক্রান্ত ভিডিও পাওয়া যাচ্ছে।

বিলবোর্ডটিতে একটি রণতরীর ওপর থেকে দেখা দৃশ্য প্রদর্শিত হয়েছে, যেখানে ডেকের ওপর ধ্বংসপ্রাপ্ত যুদ্ধবিমান পড়ে আছে এবং সমুদ্রের পানিতে বয়ে চলা রক্ত মার্কিন পতাকার আকৃতি ধারণ করছে। এ ছাড়া এতে ফারসি এবং ইংরেজি ভাষায় লেখা রয়েছে—তুমি যদি বাতাস বপন করো, তবে তোমাকে ঘূর্ণিঝড় কাটাতে হবে।

এর আগেও গেল জুনে ইসরাইলের সঙ্গে যোদ গিয়ে ইরানে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও সেই হামলার প্রতিক্রিয়া জানাতে সময় নেয়নি তেহরান। ওয়াশিংটনকে কড়া জবাব দিতে কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আর এ ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা তীব্র থেকে তীব্রতর হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ