বুধবার | ২৮ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিহত

ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) মুম্বাই থেকে বারামতির উদ্দেশে যাত্রাকালে তার বহনকারী একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে পড়ে।

এ ঘটনায় আরও চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, যাদের মধ্যে পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তাকর্মীরা থাকতে পারেন।

সকাল প্রায় ৮টার দিকে বিমানটি মুম্বাই থেকে উড্ডয়ন করে। প্রায় এক ঘণ্টা পর বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা যায়, বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, আগুন ও ধোঁয়া উঠছে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছাচ্ছে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বারামতিতে চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল অজিত পাওয়ারের। সেই কর্মসূচিতে অংশ নিতেই তিনি মুম্বাই থেকে বারামতির পথে রওনা দিয়েছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমান অবতরণের সময় কী ধরনের যান্ত্রিক বা আবহাওয়াজনিত সমস্যা দেখা দিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ