বুধবার | ২৮ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারতের রাজ্যসভা।

বুধবার (২৮ জানুয়ারি) দেশটির সংসদে এ-সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তার অবদানের স্বীকৃতি হিসেবে এ আয়োজন করা হয়।

এর আগে সংসদীয় সূত্র থেকে জানা যায়, লোকসভা ও রাজ্যসভার উভয় অধিবেশনে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে। সংসদ সদস্যরা বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে তার অবদানকে সম্মান জানিয়ে এক সংক্ষিপ্ত মুহূর্ত নীরবতা পালন করবেন।

খালেদা জিয়া বহুবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশটির রাজনৈতিক কাঠামো গঠনে কয়েক দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব এবং রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দক্ষিণ এশিয়ার, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ককে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করেছে।

ভারতীয় সংসদে এমন শ্রদ্ধা প্রদর্শন সংবিধানিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত, যা প্রতিবেশী দেশের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের প্রতি সম্মান জানায়, যাদের রাজনৈতিক জীবন আঞ্চলিক রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ