ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফী বলেছেন, সমাজ সংস্কার, ইসলামী নীতির প্রচার এবং মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফারিয়াব প্রদেশের আন্দখয় জেলায় মাদরাসা স্নাতকদের সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাওলানা আব্দুস সালাম হানাফী বলেন, সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষা পৌঁছে দেওয়া আলেমদের ওপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
স্নাতকদের প্রতি তিনি আহ্বান জানান, তারা যেন আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দ্বীন এবং সমাজ উভয়েরই সেবা করেন।
সূত্র: হুরিয়াত রেডিও











