শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

শত শত ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে ইসরাইল: হামাস

আমেরিকার প্রত্যক্ষ মদদে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল শত শত ফিলিস্তিনির মরদেহ আটক রেখেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধা আন্দোলন হামাস।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “এখনো শত শত ফিলিস্তিনি শহীদের মরদেহ আটকে রেখেছে ইসরাইল। বাধা দিচ্ছে গাজ্জায় নিখোঁজ হয়ে যাওয়া হাজার হাজার মানুষের মরদেহ উদ্ধারে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানায় দলটি।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলের বর্বর ও দখলদার কর্তৃপক্ষ ২০২৩ এর অক্টোবর থেকে চলমান গণহত্যায় আটক ফিলিস্তিনিদের মরদেহ তো দেয়নি, পাশাপাশি দশকের পর দশক তথাকথিত নাম্বারযুক্ত কবরে রাখা ফিলিস্তিনিদের মরদেহও এখন পর্যন্ত হস্তান্তর করেনি।

হামাসের অভিযোগ, ইসরাইল এসব মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানাচ্ছে এবং তাদের বেঁচে থাকার- না থাকার বিষয়ে কোনো তথ্যও প্রকাশ করছে না।

হামাস জানায়, টানা ২ বছর বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞ চালানোর ফলে ১০ হাজার শহীদ এখনো গাজ্জার ধ্বংসস্তূপের নীচে নিখোঁজ, যার কারণে পরিবারগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।

ধ্বংসস্তূপে চাপা পড়া মরদেহ উদ্ধারে ইসরাইলের বাধা দেওয়া প্রসঙ্গে উল্লেখ করা হয়, ভারী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র সংকটে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। কারণ, ইসরাইল এসব যন্ত্রপাতি গাজ্জায় প্রবেশে বাধা দিয়ে যাচ্ছে। ফলে মরদেহ উদ্ধারের কাজও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এছাড়া ইসরাইলি সেনাদের মরদেহ উদ্ধারের বিষয়ে আন্তর্জাতিক মহলের তীব্র আকর্ষণের সমালোচনা করে বলেছে, একই সময়ে হাজার হাজার ফিলিস্তিনি পরিবারের করুণ ট্র্যাজেডিকে উপেক্ষা করা হচ্ছে।

পরিশেষে হামাস অবিলম্বে ইসরাইলের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানায়, যেনো আটক রাখা ফিলিস্তিনিদের মরদেহগুলো মুক্ত করে দেওয়া হয়। ইতোপূর্বের লাশগুলো হস্তান্তর করা হয়। নি:শর্ত ভাবে রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেওয়া হয় এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারের জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি প্রবেশের অনুমতি দেওয়া হয়। যেনো লাশগুলোর যথাযথ দাফন নিশ্চিত করা যায়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ