বৃহস্পতিবার | ২৯ জানুয়ারি | ২০২৬
spot_img

আলোচনার টেবিলে কখনো হামাসের অস্ত্র নিয়ে আলাপ ছিলো না: আবু মারজুক

আলোচনার টেবিলে কখনো ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অস্ত্র নিয়ে আলাপ ছিলো না বলে মন্তব্য করেছেন সংগঠনটির শীর্ষ নেতা মুসা আবু মারজুক।

তিনি বলেন, হামাসের অস্ত্রের বিষয়টি আলোচনার টেবিলে কখনো উত্থাপিতই হয়নি। বরং নেতানিয়াহুই নিজ থেকে একে ইসরাইলী মরদেহ হস্তান্তর, রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেওয়া ও গাজ্জা পুনর্গঠনের মতো বিষয়গুলোর সাথে জুড়ে নিয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।

হামাস শীর্ষ নেতা আরো বলেন, হামাস যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সাধারণ কাঠামোর ব্যাপারে সম্মত হয়েছে, যা ‘ট্রাম্প পরিকল্পনা’ নামে পরিচিত। তবে কখনোই নিজেদের হস্তান্তরে রাজি হয়নি। এটি আলোচনার বিষয়ই ছিলো না।

হামাসকে তিনি ফিলিস্তিনের প্রাণ বা গুরুত্বপূর্ণ অংশ আখ্যা দিয়ে বলেন, গাজ্জা সম্পর্কিত যেকোনো পরিকল্পনা ও ব্যবস্থা হামাসের সাথে সমঝোতার মাধ্যমে হতে হবে। হামাসকে এড়িয়ে যাওয়া যাবে না।

এছাড়াও বলেন, জীবিত/মৃত ইসরাইলী বন্দীদের তাদের পরিবারের নিকট ফিরিয়ে আনার কোনো কৃতিত্ব নেই নেতানিয়াহুর। কেননা, আমাদের শর্ত মেনেই সম্পাদিত চুক্তির আওতায় সকল বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আমেরিকার মদদে গাজ্জায় গণহত্যা চালিয়ে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল, যাদের অধিকাংশ নারী ও শিশু এবং আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ