বৃহস্পতিবার | ২৯ জানুয়ারি | ২০২৬
spot_img

দায়িত্ব নেয়ার দিন থেকেই বিদায়ের প্রস্তুতি নিয়ে রেখেছি: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘যেদিন দায়িত্ব নিয়েছি সেদিন থেকেই বিদায়ের প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ঘরে ফেরার জন্য প্রস্তুত।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এদেশে একবার ক্ষমতায় বসলে ছলেবলে কৌশলে চেয়ার ধরে রাখার দুঃখজনক প্রবণতা রয়েছে। তবে তারা দায়িত্ব নেওয়ার দিন থেকেই বিদায়ের প্রস্তুতি নিয়ে রেখেছেন। তিনি জানান, ইতোমধ্যে অনেক উপদেষ্টা তাদের কূটনৈতিক পাসপোর্ট স্যারেন্ডার করেছেন।

তিনি বলেন, ‘আমরা মানসিকভাবে প্রস্তুত রয়েছি—একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব।’

তিনি আরো বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হবে। গণভোটে ‘হ্যাঁ’ পাশ হলে দেশে আর কোনোদিন স্বৈরতন্ত্রের জন্ম হবে না বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতার ভারসাম্য তৈরি হবে এবং দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে উল্লেখ করে তিনি সকলকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ