শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

চাঁদাবাজদের তওবা করে ফিরে আসার আহ্বান জামায়াত আমীরের

চাঁদাবাজদের তওবা করে এ পথ থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, চাঁদাবাজির কারণে রাস্তার ভিক্ষুক থেকে শিল্পপতি পর্যন্ত সবার ঘুম হারাম হয়ে গেছে। এদের চাঁদাবাজির কারণেই মানুষের ঘুম হারাম হয়েছে। তোমরা মানুষের অভিশাপের পাত্র হয়ে গেছো। তওবা করে এ পথ থেকে ফিরে আসো।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, এ দেশকে এখনো সভ্য বলা যাবে না। যে দেশে মাঠে-ঘাটে-হাটে সর্বত্র চাঁদাবাজি হয়, সেই দেশকে কেউ সভ্য বলবে না। আমরা তোমাদেরকে আহ্বান করব তোমরাও আমাদের সন্তান, তোমরা এখন চাঁদাবাজি ছেড়ে দাও। তোমাদের যদি খাদ্যের অভাব হয় আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন তা ভাগাভাগি করে খাব। তারপরও চাঁদাবাজি বন্ধ করে দাও। তোমরা হারামের দিকে হাত বাড়াইও না। চাঁদা নিয়ে মানুষকে কষ্ট দিও না।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ