শুক্রবার, মে ৯, ২০২৫

ভারতে ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর জরিমানা

spot_imgspot_img

ভারতের গাজিয়াবাদে প্রতিবেশীর নামে ধর্ষণের মিথ্যা অভিযোগে মামলা করায় এক নারীকে জরিমানা করা হয়েছে।

ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের অক্টোবরে ধর্ষণের মামলা করেছিলেন একজন নারী। রাতের বেলা ওই নারীর মেয়েকে প্রতিবেশী যুবক ধর্ষণ করেছেন বলে তিনি অভিযোগে উল্লেখ করেছিলেন।

তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক রাজাতকে আটক করেছিল পুলিশ। গত বছরের অক্টোবর থেকে রাজাত কারাগারেই ছিলেন।

গত শনিবার (৩০ জানুয়ারি) শুনানির সময় বিচারক স্পষ্টভাবে জেনে যান, ধর্ষণের অভিযোগটি পুরোটাই ভিত্তিহীন। এরপর বিচারক মাহেন্দ্র শ্রীবাস্তব অভিযোগকারী নারীকে জরিমানা করেন।

তাকে ২০ হাজার রুপি জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে সেই নারীকে ১৫ দিন কারাগারে থাকতে হবে। এই জরিমানার ৫০ শতাংশ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র: ইন্ডিয়া টাইমস

সর্বশেষ

spot_img
spot_img
spot_img