শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাকে মারধরের দায়ে ইউপি চেয়ারম্যান বরাখাস্ত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ২নং টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান শিমুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এক মুক্তিযোদ্ধাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে কলাপাড়া থানায় দায়ের করা মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহাকালী সচিব মুহাম্মাদ আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ২নং টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান শিমুর বিরুদ্ধে একই উপজেলার বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের গৃহে বেআইনিভাবে প্রবেশ করে চাঁদা দাবি ও হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগে ওঠে। এ অভিযোগের প্রেক্ষিতে গত বছরের ২৯ নভেম্বর কলাপড়া থানায় দায়েরকৃত মামলায় মশিউর রহমান শিমুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হয়ে জেল হাজতে থাকায় ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরীপন্থি বিবেচনায় স্থানীয় সরকার ৩৪ (১) ধারা অনুযায়ী তার স্বীয় পদ থেকে মশিউর রহমান শিমুকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারী করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img