শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

নামাজের পর প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, কাউন্সিলর আলমগীর কারাগারে

প্রকাশ্যে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর আলমগীর হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে মামলার প্রধান আসামি কাউন্সির আলমগীর কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক আতাবুল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত বছরের ১০ জুলাই জুমার নামাজ শেষে ব্যবসায়ী আকতার হোসেনকে টেনে হিঁচড়ে বের করে ব্যাপক মারধর করে কাউন্সিলর আলমগীর হোসেন ও তার সহযোগীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১০ জনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img