শুক্রবার, মে ৯, ২০২৫

দেশে একদিনে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ৩১৮৭

spot_imgspot_img

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে সর্বমোট এক হাজার ৪৯ জন মারা গেলেন।

বৃহস্পতিবার বিকালে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এমন তথ্য দিয়েছেন।

মৃত্যুর হার এক দশমিক ৩৪ শতাংশ জানিয়ে তিনি বলেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও সাতজন নারী।

মৃতদের বয়স বিশ্লেষণ করে এই চিকিৎসক বলেন, বয়স বিবেচনায় ৩১ থেকে ৪০ বছর বয়সী দুজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী চারজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী আটজন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ২২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী একজন।

হাসপাতালে মারা গেছেন ২৮ জন ও বাড়িতে ৯ জন।

নাসিমা সুলতানা বলেন, মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২০ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রাজশাহী বিভাগ চারজন, সিলেট বিভাগ তিনজন, বরিশালে দুজন, রংপুর বিভাগে একজন।

এদিকে দেশে একদিনে আরও ৩১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ।

সবমিলিয়ে দেশে ৭৮ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img