শুক্রবার, মে ৯, ২০২৫

এ বছরের হজযাত্রায় নিবন্ধনকারীদের আগামীবার অগ্রাধিকার

spot_imgspot_img

করোনা ভাইরাসের কারণে এ বছর সীমিত আকারে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। শুধু দেশটিতে অবস্থানরতরাই হজ পালন করতে পারবেন। স্থানীয় ও অন্য দেশের নাগরিক, যারা সৌদিতে অবস্থান করছেন তারাই কেবল এর আওতায় পড়বেন। অন্য দেশ থেকে গিয়ে, কেউ হজ করতে পারবেন না।

সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর (হজ) মো. মাকসুদুর রহমান বলেন, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় আমাদের অফিসিয়ালি জানিয়েছে। ফলে তাদের এ সিদ্ধান্তের কারণে বাংলাদেশ থেকে কেউ আর হজে যেতে পারছেন না। শুধু বাংলাদেশ নয়, সৌদি আরবের বাইরে থেকে কেউ এসে হজে অংশ নিতে পারবেন না।

এদিকে বাংলাদেশের হজ এজেন্সিগুলোর সংগঠন হাব জানিয়েছে, এবার যারা নিবন্ধন করেছিলেন, আগামী বছর হজযাত্রায় তারাই অগ্রাধিকার পাবেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img