ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সকল পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছে। এমতাবস্থায় ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথমে মানবন্ধন করেন শিক্ষার্থীরা। ধীরে ধীরে মানবন্ধনে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এসে যোগ দেয়, এবং পরে নীলক্ষেত মোড় অবরোধ করে ফেলেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, চলমান পরীক্ষা নেওয়াসহ অচিরেই হল, ক্যাম্পাস খুলে দিতে হবে। তারা আরও বলছেন, তাদের মাত্র একটা পরীক্ষা বাকি আছে। এমন সময় এই সিদ্ধান্ত নেওয়া হলো কেন? এতদিন কি করোনা ছিল না? এমন প্রশ্ন ছুড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এর আগে সন্ধ্যায়ই ৭ সরকারি কলেজের পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণার এক দিন পর (মঙ্গলবার) এ সিদ্ধান্ত আসে। সাত কলেজের শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত (ফোকাল পয়েন্ট) ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।